নিজস্ব প্রতিনিধি – কৃষক আন্দোলনের জেরে রাস্তা বন্ধ থাকা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন নয়ডার বাসিন্দা মণিকা আগরওয়াল। বৃহষ্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি এসকে সওল এবং বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ জানান, কৃষকদের প্রতিবাদের অধিকার আছে তবে তার জন্য অনির্দিষ্টকাল ধরে রাস্তা আটকে রাখা যাবে না। আন্দোলনরত কৃষকদের সংগঠন সংযুক্ত কিষান মোর্চার কাছে জবাব তলব করেছিল আদালত। তাঁরা আদালতকে জানান, পুলিশ রাস্তার যান নিয়ন্ত্রণ করতে না পারলে সেই দায় তাঁদের নয়। সমস্যা হলে কৃষকদের রামলীলা ময়দান কিংবা যন্তরমন্তরের কাছে আন্দোলন করতে দেওয়া হোক। ৭ ডিসেম্বর আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে।