নিজস্ব প্রতিনিধি – ভারতের মহারাষ্ট্রের আহমেদনগরে একটি বেসামরিক হাসপাতালে আগুন লেগে ১০ জন মারা গেছেন। হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউতে) ওই অগ্নিকাণ্ডে আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা নিশ্চিত নয়। তবে আইসইউতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে মোট ১৭ জন ভর্তি ছিলেন। অগ্নিকাণ্ডের পর বাকি রোগীদের অন্য হাসপাতালের কোভিড ইউনিটে স্থানান্তর করা হয়েছে। আহমেদাবাদের কালেকটর ড. রাজেন্দ্র ভোসলে সাংবাদিকদের জানিয়েছেন, “হাসপাতালের আইসিইউ অগ্নিনির্বপান ব্যাবস্থাপনা নীতিমালা মেনেই নির্মাণ করা হয়েছিলো।”

এ ঘটনায় সরকারি তদন্ত কমিটি গঠন করা হবে বলে উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় মন্ত্রী নওয়াব মালিক বলেছেন, ‘করোনা আক্রান্ত রোগীর অত্যধিক চাপ মোকাবেলায় আইসিইউ ইউনিটটি কিছুদিন আগে নির্মাণ করা হয়েছে। এরকম একটি জায়গায় আগুন লাগা খুব গুরুত্বপূর্ণ বিষয়।

Loading