মানব ধর্ম
কলমে কন্ঠে – মধুমিতা দেব
ক্ষুধার জ্বালায় মরছে মানুষ,
চারদিকেতে হাহাকার,
তারই মধ্যে চলছে দ্বন্দ্ব,
সর্ব শ্রেষ্ঠ ধর্ম কার?
কেউ বা বলে হিন্দুধর্ম,
এর চেয়ে বড় ধর্ম নাই,
কেউ বা বলে সকাল বিকাল,
কোরান শরীফ পড়া চাই।
কেউ বা বুকে কুরুষ এঁকে,
গডে্র কাছে মোম জ্বালান,
অন্তরালে হাঁসেন তিনি,
“হায়রে আমি নিরাকার।
কোথায় তোরা আমায়?
মন্দিরে কি মসজিদে?
তোদের মনেই আছি আমি,
পারিস যদি খুঁজে নে।
পূজা করে, নামাজ পড়ে,
কি বা সেবা করবি মোর?
আর্তজনের করিস সেবা,
এতেই হবে পূন্য তোর।
আমার নামে চরাস বলি?
হত্যালীলায় মাতলি আজ,
সন্তানেরি রক্ত দিয়ে,
করলি আমার পূজার কাজ?
হায়রে অবোধ,জানিস না কি?
মা কখনও রক্ত চায়?
সন্তানেরা কষ্ট পেলে,
মা-বাবা যে কষ্ট পায়।
বৃথাই ছুটে বেড়াস তোরা,
মরীচিকার পিছনে,
আজান,শঙ্খ,বেলের আওয়াজ,
এক হয়ে যায় মোর কাছে।
পঞ্চভূতে মিলায় শরীর,
দহনে বা কবরে,
আমার কাছেই আসবি শেষে,
যে পথই তুই ধরিস রে।
তার চেয়ে বরং সব ভুলে যা, নিজের মনকে আজ সাজা,
মানবধর্মে দীক্ষিত হ,
মানব সেবাই হোক পূজা।”
——–**——-