শান্তি রায়চৌধুরী; কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছ থেকে মিলৃ সুখবর। বঙ্গে এই মুহূর্তে করোণা অনেকটাই নিয়ন্ত্রণে। মৃত্যু-সংখ্যা চিন্তা বজায় রাখলেও ক্রমশ নিম্নমুখী হয়েছে সংক্রমণ। কমেছে সংক্রমণ হারও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকেও সরকারিভাবে সেই কথাই জানানো হল এবার।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বাংলায় কমছে করোনা সংক্রমণ এবং সংক্রমণ হারও। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যায় বাংলা এখন দেশের মধ্যে ১০ নম্বরে। বঙ্গের পাশাপাশি পরিস্থিতির উন্নতি হয়েছে মুম্বই, দিল্লি, হরিয়ানার মতো রাজ্যগুলিতেও।’
24 total views, 2 views today