নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এসইএ)-র তরফে কোম্পানিগুলিকে ভোজ্য তেলের দাম কমাতে আবেদন করা হয়েছে। প্রতি লিটারে ৩ থেকে ৫ টাকা দাম কমানোর আবেদন করা হয়েছে।

এর আগেও এসইএ-র তরফে অনুরোধ করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে একাধিক কোম্পানি দাম কমিয়েছিল। এবারও দাম কমে কিনা সেটাই দেখার। যদিও বিশ্বব্যাপী ভোজ্য তেলের দাম এখন আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে দামের ওপর কতটা প্রভাব পড়ে সেটাই এখন দেখার বিষয়।

Loading