ঘূর্ণিঝড় দানা
কলমে:- স্বপ্না মজুমদার
আসছে দাপটে দাপিয়ে
বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণিঝড়,, দানা!
গতি তার বড় তীব্র,
কোনোভাবেই তাকে ঠেকানো যাবে না।
আসছেই যখন আসুক
মেলুক তার পাখনা।
ধুয়ে মুছে পরিস্কার করুক সমস্ত হিংসা, দ্বেষ
পাপ, অরাজকতা! সুরক্ষিত থাকুক তীরবর্তি
শান্ত সাধারণ নিরিহ জন জীবন।
না হোক তেমন ক্ষয় ক্ষতি! কতো আর সইবে
এমন ঘূর্ণিঝড়ের প্রবল হিংস্র দাপট।
কি চাও,
হে ঈশ্বর?
এভাবেই কি সমাপ্তি ঘোষণা করবে কখনো
কোনো একদিন তোমার সৃষ্টি সুন্দরের!
কেন বারে বারে নিরিহ সাধারণ
মানুষের তালিকা
থাকে, তোমার হাতে বলতে পারো?
সাগরে সাগরে সংযোগ স্থাপনে,ঝটিকা সফর
বিদ্যমান।
হে ঈশ্বর,, সকলেই তোমার কৃপা পেতে চায়
ধনীরা চায় আরো ধন,
দিতে তোমার কার্পণ্য নেই! কাড়তে জানে ওরা
আছে শিক্ষিত ভাবনায় বহু উপকরণ।
নিরিহ, দরিদ্রের পেটে বড্ড ক্ষিধে
তবুও বারে বারে আঘাত আসে কেবলই
ওদের ওপর!
ওরা জানে না, ওদের অপরাধ কি?
কেন ওদের সৃষ্টি করে এমন কষ্টের
মধ্যে রাখো।
অন্তত ওদের মধ্যে সন্তান ধারণের ক্ষমতা
বিলোপ করো, থেমে যাক মানব ইতিহাসের
একটা বিক্ষিপ্ত
সম্প্রদায়! থেমে যাক ক্ষুধার্ত কান্না
পৃথিবীটা তৈরি হোক কিছু নির্দিষ্ট
মানুষের জন্য।।