কবিতা – সেদিনের তুমি
কলমে – পিয়ালী রায় কুণ্ডু
খোলা বারান্দায় বসে,
অঝোর ধারায় বৃষ্টির সিক্ততায় ভিজে ছিলাম আমি।
হারিয়ে ছিলাম ওই স্মৃতি পটে, প্রথম রাতে বর্ষণের সাক্ষাতে।
কিছু সময়ের গতি থেমেছিল, দুজন দুজনায় আঁখি পাতে।
যদি আবারও স্মরণে আসে মন্দ কি তাতে??
মনের আঙিনায় আজও তুমি স্পষ্ট,
বিগত বছরগুলি ঝাপসা প্রতিফলনে।
নিঃস্বার্থ অনুভূতির অন্তরালে খুঁজে নেব তোমাকে।
আকাশ চুম্বিত শতস্বপ্ন,
দুটি ঠোঁট তোমার আমার চুম্বন মেখে,
গভীর নির্জনতায় সঙ্গমের ঘরে ঢেকে দেব দূরত্বের কালিমা।।
সোহাগ শর্বরী দুটি হাত আজও তোমায় খোঁজে।
প্রিয়তম তুমি আমার হয়েই থেকো
হৃদয় কুঠির রাঙিয়ে, ভালোবাসার আগুন জ্বেলে দিও বারবার।
আমি তোমারি আছি, চিরকাল তোমার হয়েই থাকবো শতগুণে শতবার।।