শান্তি রায়চৌধুরী: কলকাতার কাছেই রাজপুর সোনারপুর। রাজপুর সোনারপুর পুরসভায় ভূগর্ভস্থ জলের নমুনা পরীক্ষা হয়েছে। বেশ কয়েকটি ওয়ার্ডের জলে আর্সেনিকের হদিশ পাওয়া গিয়েছে।

এতদিন পর্যন্ত জেলাগুলিতেই মাথাব্যথার কারণ ছিল আর্সেনিক। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এখন এই বিপদ কলকাতার কাছেই সোনারপুরে। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজের গবেষণায় উঠে এসেছে এই তথ্য।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা  রাজপুর-সোনারপুর পুরসভার ৩৫টি ওয়ার্ডের ভূগর্ভস্থ জল পরীক্ষা করেছেন। পরীক্ষায় বেশ কয়েকটি ওয়ার্ডের পানীয় জলে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গিয়েছে।

স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের  অধ্যাপক তড়িৎ রায়চৌধুরী বলেছেন, ‘রাজপুর সোনারপুর পুরসভার  সমীক্ষা অনুযায়ী, ৬ এবং ৭ নম্বর ওয়ার্ডে অনেকের ইউরিনেই আর্সেনিকের হদিশ মিলেছে’। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, আর্সেনিকের প্রভাবে ত্বকের রোগ ও হতে পারে ক্যানসারও’।

এছাড়া সমীক্ষায় দেখা গেছে, পশ্চিমবঙ্গের চোদ্দটি জেলায় আর্সেনিকের প্রকোপ রয়েছে। তার মধ্যে অন্যতম মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, দুই চব্বিশ পরগনা এবং কলকাতা।

বিশেষজ্ঞরা মনে করছেন এখন থেকে সতর্ক না হলে আর্সেনিকের জন্য বিপদ ভয়াবহ আকার নিতে পারে।

Loading