নিজস্ব প্রতিনিধি: ৭ মার্চ রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইট করে একথা জানান জগদীপ ধনকড়। টুইটে রাজ্যপাল লিখেছেন, ‘সংবিধানের ১৭৪(১) ধারা অনুসারে মন্ত্রীসভার অনুমোদনক্রমে রাজ্য বিধানসভার অধিবেশন ৭ মার্চ ২টোর সময় আরম্ভ করার আহ্বান করছি। মধ্যরাতে অধিবেশন ডাকার ঘটনা অস্বাভাবিক ও নয়া ইতিহাস রচনার বিষয়, কিন্তু এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত।’