শান্তি রায়চৌধুরী: রবিবার হাওড়ার কালিবাবু বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের কোভিড নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য এবং বিধি নিষেধ মেনে চলার বার্তা নিয়ে  রাস্তায় নামলেন স্বয়ং হনুমান। কোভিডকে হারাতে হাওড়াবাসীদের যাতে আরও কঠোরভাবে সরকারের লাগু করা বিধি-নিষেধ মেনে চলতে পারে সে নিয়ে হাওড়া পৌরনিগমের প্রাক্তন পৌর প্রতিনিধি মল্লিকা রায়চোধুরী এই অভিনব উদ্যোগ নিয়েছিলেন।

রবিবার হাওড়া শহরের কালিবাবু বাজার এলাকার বিভিন্ন রাস্তায় রাস্তায় হনুমান ঘুরে ঘুরে বেড়িয়ে বিভিন্ন সচেতনমূলক বার্তা দিল এলাকাবাসীকে। এর পাশাপাশি মাস্কও বিলি করে হনুমান। আবার মাস্কহীন মানুষ দেখতে পেলেই হনুমান তাকে তার গদা দিয়ে মারও দেন। আবার হাতজোড় করে হনুমান তাদের মাক্স পরিধান করতেও বলেন।

এই প্রসঙ্গে ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি মল্লিকা রায় চৌধুরী জানান, ‘করোনা ভাইরাসের ভয়ঙ্কর দিকটা বোঝাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’

 

 26 total views,  2 views today