নিজস্ব প্রতিনিধি – বিশ্বভারতীর অচলাবস্থা নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট নির্দেশ দিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির সামনে থেকে অবস্থান তুলে নেওয়ার। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ৫০ মিটারের মধ্যে কোনও বিক্ষোভ করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে। সেই সঙ্গে দুপুরের মধ্যে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে সমস্ত ব্যানার-ফেস্টুন তুলে নেওয়ার নির্দেশ দেওয়াও হয়েছে। পুলিশকে উপাচার্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসস্থান সহ যেখানে তালাবন্ধ রয়েছে, সেগুলিও ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। হাইকোর্টের তরফে এও বলা হয়েছে, পুলিশকে কোনও বাধা দেওয়া যাবে না। সমস্ত সিসি ক্যামেরা চালু রাখতে হবে। এদিকে আদালতের নির্দেশের পর বিক্ষোভরত পড়ুয়ারা জানান, তাঁরা এই সংক্রান্ত কোনও কপি এখনও পাননি।