নিজস্ব প্রতিনিধি – উত্তরবঙ্গে ভোর এবং রাতের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকছে। যদিও বেলা বাড়তেই কিছুটা চড়ছে তাপমাত্রা। সব মিলিয়ে উত্তরে ঠান্ডা-গরম আমেজ। সঙ্গে শুষ্ক আবহাওয়া। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া আরামদায়ক থাকবে। এদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। সকালের দিকে কিছু কিছু জায়গায় সামান্য কুয়াশাও দেখা যেতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। বেশ কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকেই আকাশ পরিষ্কার হবে।