নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কমে আসায় মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর বিধিনিষেধ তুলে নিল পশ্চিমবঙ্গ সরকার। যেসব যাত্রীদের উপসর্গ পাওয়া যাবে তাদের তৎক্ষণাৎ আইসোলেশনে থাকতে হবে। নতুন নির্দেশনা অনুযায়ী, বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে বাধ্যতামূলক করোনার আরটি পিসিআর টেস্ট করাতে হবে। সেইসঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের দুই ডোজ টিকা গ্রহণের প্রমাণ দেখাতে হবে। আন্তর্জাতিক ফ্লাইটে চলাচলের ক্ষেত্রে একজন যাত্রীকে অবতরণের পর বিমানবন্দরে অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট অথবা আরটি পিসিআর টেস্ট রিপোর্ট দেখাতে হবে।

এর আগে যেসব দেশে ওমিক্রনের ঝুঁকি রয়েছে সেসব দেশের ওপর থেকেও সতর্কতা সরিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ পদক্ষেপ মঙ্গলবার থেকে কার্যকর হবে।

 66 total views,  2 views today