সওদাগর

কলমে:- অজয় ভট্টাচার্য্য।

সওদাগর !

একবার তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো,

দেখবে তোমার জন্য আমার ভালোবাসা এই চোখের অতল নীল গহ্বরে লুকিয়ে রেখেছি।

একবার তুমি আমাকে ছুঁয়ে দেখো, সওদাগর !

আমার শরীরের শিহরণ তোমার  হৃদয়ের ভালোবাসার লকারে তালা বন্ধ করে রাখবে।

সওদাগর!

তুমি যখন এসে তোমার বাণিজ্য তরী নোঙর করো ,

যখন তরীর ধাক্কায় নদীর ঢেউগুলো বার বার এসে তটে আছড়ে পরে,

আমার হৃদয়ের হারমোনিয়ামের রিডগুলো তখন ভেঙে চৌচির হয়ে যায়।

দুপুরের তপ্ত রৌদ্রে যখন তোমার দেহসৌষ্ঠব ঘর্মাক্ত হয়,

আমার তখন খুউউউউব ইচ্ছা করে,

জানতো সওদাগর।

বলতে লজ্জা লাগছে!

শ্রাবণ ঘন বাদলে যখন আকাশ কালো মেঘে  ঢেকে যায়,

যখন আমার অশান্ত মনে কালবৈশাখীর ঝড় ওঠে,

তখন হয়তঃ তোমার বলিষ্ঠ পেশীযুগল কোনো রমণীর আলিঙ্গনে আবদ্ধ রাখো।

সওদাগর !

 আমি পল্লী বালা।

ভালোবাসার বিষাক্ত সর্পিনীর নিঃশ্বাস আমার বুকে,

তোমাকে পাওয়ার উদগ্র কামনা আমাকে হিংস্র করে তোলে,

তোমার প্রতিটি পদচারণা আমার শরীরে কম্পন সৃষ্টি করে।

আমার শরীরের  এই যৌবন তোমার জন্যই সাজিয়ে রেখেছি, সওদাগর।

এসো,গ্রহণ করো।

মরুভূমির তপ্ত বালুরাশি আমার এই কামনার শরীরে তুমি আগুন জ্বালিয়ে তৃপ্ত করো,

সওদাগর।

 

__________________________________________________________

 

 

 

__________________________________________________________

_______

 

 

 

 

 

 

 

  

Loading