রঙ্গমঞ্চ

 রীতেশ ঘোষ

 

একবার ভালোবাসার রৌদ্র এসে দাঁড়াও প্রিয়া

পরিচয় করিয়ে দেবো তোমায় সুমধুর সম্ভাষণে,

পৃথিবী জোড়া শ্যাওলা আর শামুকের সাথে

দেখো হাসবে ওরা ও ভালো লাগার আহবানে।

একবার শুধু একবার কোজাগরী রাতে এসো

দেখো সে রাতে ঝিঝিঁ পোকা আর প্যাঁচার মিলন,

বর্ষণ সিক্ত রাতে কান পেতো মায়াবী আবেশে

শুনবে ব্যাকুল ব্যাঙেরা মিলন পিয়াসে গায় গান।

একবার বিভেদ ভুলে তাকাও যদি মাটির দিকে

দেখবে কচি কচি বুনো ঘাস ফুলের মিষ্টি হাসি,

স্কাইলার্ক পাখির মতো তাকাও আকাশের পানে

স্বপ্নগুলো উড়বে আর বলবে ভালোবাসি ভালোবাসি।

আবর্তনে চলছে পৃথিবী সবকিছুই যেন ঘূর্ণায়মান

 

 

 

 

 

 

  

 

 

 

 

 

  

Loading