আমার স্বাধীনতা

পাপিয়া বসু

আমার স্বাধীনতা মানে

স্কুল শেষে বাড়ি ফেরা

স্বাধীনতা  মানে

স্কুল  ছুট ঘুরে বেড়ানো।

স্বাধীনতা মানে

দুই টাকার আইসক্রিম আর

তেঁতুলের চাট খাওয়া।

স্বাধীনতা মানে

বই খাতা রেখে

পুকুর সাঁতার কাঁটা

মায়ের ভয়ে লুকোচুরি খেলা।

স্বাধীনতা মানে

রাতে শেষে গল্পের আড্ডায় বসা।

স্বাধীনতা মানে

কাকু খুঁটিনাটি জেনে নেওয়া

স্বাধীনতার মানে

7ই মার্চের প্রস্তুতি নেওয়া।

স্বাধীনতা মানে

বাবা আর কাকুর ভাষন।

26 মার্চ বঙ্গবন্ধুকে গেফতার আগে

হায়নাদের কাছ থেকে স্বাধীনতা শব্দ টি

তিনি নিয়েছিলেন কেড়ে।

স্বাধীনতা মানে মুক্ত বাগানের

ফুল ফোটা

এক এক করে

বেড়ে ওঠা।

…………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading