নিজস্ব প্রতিনিধি: জম্মু-কাশ্মীরের গুলমার্গে তুষার দিয়ে তৈরি তাজমহল পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। পর্যটকরা বরফের তাজমহল দেখতে ভিড় জমাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে বেড়াতে এসেছেন। হোটেলের কর্মীরা এই বরফের তাজমহল তৈরি করেছেন। এমনিতে জুন মাসেও গুলমার্গের উপত্যকা বরফের চাদরে মোড়ানো থাকে। তবে এই সময় সেখানে তুষারপাত হয় বেশি। গুলমার্গকে পৃথিবীর স্বর্গ বলা হয়। তুষারপাত উপভোগ করতে বেশিরভাগ পর্যটক ডিসেম্বর এবং জানুয়ারিতে আসেন। তবে এবার পুরো ফেব্রুয়ারি জুড়ে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।