নিজস্ব প্রতিনিধি: পাঞ্জাব বিধানসভা নির্বাচনের মাঝেই বড় ধাক্কা কংগ্রেসে। ৪৫ বছরের পার্টি সদস্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার এবার ছাড়লেন হাতশিবিরের হাত। পাঞ্জাব থেকে তিনবার রাজ্যসভার সাংসদ মনোনীত হওয়া অশ্বিনী কুমার এদিন তার পদত্যাগ পত্র কংগ্রেস অধ্যক্ষ সোনিয়া গান্ধীকে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।

সংবাদ সংস্থার প্রকাশ করা পদত্যাগ পত্রে ডঃ কুমার পার্টি হেড সোনিয়া গান্ধীকে লিখেছেন, ‘অনেক ভাবনা চিন্তার পর আমি সিদ্ধান্তে এসেছি। বর্তমান পরিস্থিতিতে আমি আমার আত্মসম্মান বজায় রেখে দলের বাইরে থেকেই আমি দেশসেবার কাজ করতে পারব। তাই আমি দল ছাড়ছি।’ কংগ্রেসের তরফ থেকে প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমারের ইস্তফা নিয়ে এখনও কোন প্রতিক্রিয়া আসেনি।

জননেতা না হলেও অশ্বিনী কুমার কংগ্রেসের তাত্ত্বিক নেতাদের মধ্যে বেশ তাৎপর্যপূর্ণ। ৪৬ বছর ধরে তিনি যুক্ত ছিলেন হাত শিবিরের সঙ্গে। পাঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ হয়েছেন অশ্বিনী। বেশ কিছুদিন ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। কংগ্রেসের জাতীয় মুখপাত্র হিসাবেও কাজ করেছেন। কিন্তু মঙ্গলবার দলের সঙ্গে ৪৬ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন এই প্রবীণ কংগ্রেস নেতা।

Loading