নিজস্ব প্রতিনিধি – বেলুড় মঠে চিরাচরিত প্রথা মেনে আজ সকালে হল মঙ্গলারতি। তারপর কুমারী পুজো। বেলুড়ে প্রথম কুমারী পুজো চালু করেন স্বামী বিবেকানন্দ৷ ১৯০১ সালে মা সারদার উপস্থিতিতে শঙ্খ, বাদ্য, অর্ঘ, বলয় ও বস্ত্রাদি সহযোগে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন তিনি৷ সেই থেকেই এই পুজো নিষ্ঠা সহকারে পালন করে চলেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ৷ তবে কোভিড বিধি মেনে এবার বেলুড় মঠে দর্শকদের প্রবেশ নিষেধ।