কুশল সেন (বিশেষ প্রতিনিধি) – কেন রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন না? কেন সর্বভারতীয় মূল্য সূচক রাজ্য মানছে না?   ডিএ মামলায় কলকাতা হাইকোর্টে এমনই সব প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য সরকারকে। অবশ্য রাজ্যে সরকারের যুক্তি, ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার নয়। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের  অর্থাৎ স্যাট রায়কে চ্যালেঞ্জ জানিযে হাইকোর্টে গিয়েছে রাজ্য সরকার। সেই মামলার শুনানিতে বৃহ্স্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, এখন কেন কেন্দ্রের হারে ডিএ পাচ্ছেন না রাজ্য সরকারের কর্মচারীরা? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার নয়। এই প্রথম ডিএ নিয়ে রাজ্যের তরফে এরকম ব্যাখ্যা দেওয়া হল না। আগেও ডিএ মামলায় একই সুরে রাজ্য দাবি করেছিল, ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার নয়। তাতে অবশ্য হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল, মহার্ঘ ভাতা মোটেও কোনও দয়ার দান নয়। তা সরকারি কর্মীদের অধিকার। তারইমধ্যে বৃহস্পতিবার হাইকোর্ট জানিয়েছে, আগামী ১৪ এবং ১৫ সেপ্টেম্বর মামলার শুনানি হবে। তা থেকে একাংশের ধারণা, রাজ্য যে আবেদন করেছে, তা নিয়ে চূড়ান্ত শুনানি হতে পারে

Loading