নিজস্ব প্রতিনিধি – রাজ্যবাসীর কাছে সুখবর, এবং তা পুজোর আগেই। আগামী সেপ্টেম্বর থেকে দীঘা হাওড়া স্পেশাল ট্রেন চালু হচ্ছে। তাম্রলিপ্ত এক্সপ্রেস এর সময়সূচী অনুযায়ী এই স্পেশাল ট্রেন চলাচল করবে হাওড়া দিঘা মধ্যে। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই খবরে দীঘার হোটেল মালিক থেকে দোকানদার প্রত্যেকের মধ্যেই খুশির হাওয়া। দীঘা হাওড়া ট্রেন চলাচল শুরু হলেই সৈকতে যেমনভাবে ভিড় তেমনি এই ভীড় কেন্দ্র করে খুশির হাওয়া ব্যবসায়ী মহলে হওয়াই স্বাভাবিক, মহামারীর কারণে দীঘার পর্যটন শিল্প বিরাট ধাক্কা খেয়েছে। তাই পুজোর আগে স্পেশাল ট্রেন চলাচলের খবরে ব্যবসায়ীরা আশায় বুক বাঁধছেন। সেই সঙ্গে তাঁরা আশা করছেন এবার বুকিং শুরু হবে। খড়্গপুরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার গজরাজ সিং চরন বলেছেন, ৭ তারিখ থেকে দীঘা হাওড়া এক্সপ্রেস চলবে। দীঘা গামী ট্রেনের দাবি মেনেই রেল এই সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেছেন, ৭ তারিখ থেকে দীঘা হাওড়া এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে। এর ফলে দীঘায় পর্যটক ব্যবসা বাড়বে। আর কয়েকদিন পরেই আশা করা যাচ্ছে পুজোর বুকিং শুরু হবে।