নিজস্ব প্রতিনিধি – করোনা সংক্রমণের ভয়াবহতা কমলেও তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা এখনও রয়েছেই। আর এর মধ্যে কিছুটা স্বস্তির খবর শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান গবেষক সৌমা স্বামীনাথন। তাঁর দাবি, সম্ভবত ভারত করোনার ‘এন্ডেমিক’ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই পর্যায়কে অতিমারির শেষের শুরুও বলা যেতে পারে। এই ‘এন্ডেমিক’ পর্যায়ে ভাইরাসকে নিত্যসঙ্গী করেই সাধারণ মানুষ বাঁচতে শিখে যায়। অর্থাৎ করোনা অতিমারির শেষ হওয়ার পথে প্রথম ধাপ। আর ভারত অতিমারির এই পর্যায়ের দিকেই এগোচ্ছে বলে মত হু’র প্রধান গবেষকের। তিনি বলেছেন, ‘আমরা এন্ডেমিসিটির এমন পর্যায়ে যাচ্ছি, যেখানে সংক্রমণের কম বা মাঝারি প্রভাব দেখা যাবে। কিন্তু কয়েক মাস আগেও যেভাবে করোনা সংক্রমণ বাড়ছিল তা সম্ভবত আর হবে না।’

Loading