রাশিয়ার হামলা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের নাগরিক ইয়ারিনা এরিয়েভা ও স্যাভিয়াতোস্লাভ ফুরসিন। কিন্তু এই দম্পতি বিয়ের পরেই হাতে তুলে নেন রাইফেল। নামেন তাদের দেশ ইউক্রেন রক্ষায়।
মে মাসে তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু দেশের এ পরিস্থিতির মধ্যে নিজেদের ভবিষ্যত নিয়ে নিশ্চিত ছিলেন না তারা। ফলে বিয়ের তারিখ এগিয়ে নিয়ে আসেন এই দম্পতি। গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন।
এই দম্পতি টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, যা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি শাখা এবং বেশিরভাগ স্বেচ্ছাসেবী নিয়ে গঠিত। বিয়ের পর অস্ত্র নিয়ে এই দম্পতি তাদের রাজনৈতিক দল ইউরোপীয় সলিডারিটির অফিসের দিকে রওনা হন।
এরিয়েভা বলেন, ‘এ মুহূর্তে আমরা এখানে আছি, যা করতে পারি তা করছি। সুতরাং অনেক কাজ করার আছে। কিন্তু তারপরও আমি আশাবাদি, সবকিছু ঠিক হয়ে যাবে।’
‘কিছু বেসামরিক নাগরিক যারা প্রতিরক্ষা বাহিনীর অংশ নন তাদেরও রাইফেল দেওয়া হয়েছে’, যোগ করেন তিনি।
সূত্র : সিএনএন
সূত্র : আরব নিউজ, দ্য ইনডিপেনডেন্ট