নিজস্ব প্রতিনিধি – পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ‘গৃহবন্দি’ নেতাদের বাড়ির প্রবেশ পথে বসানো হবে সিসি ক্যামেরা। নজর রাখা হবে তাদের বাড়িতে আসা অতিথিদের উপর। এমনকি নজর থাকবে বাড়ির সদস্যদের আসা যাওয়ার উপরেও।
শুক্রবার এ কথা জানিয়েছেন আদালত। নারদকাণ্ডে গ্রেফতারি মামলা শুনানির শুরুতেই চার নেতা-মন্ত্রীকে গৃহবন্দি করার রায় দেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
শুক্রবার থেকে গৃহবন্দি দশা শুরু হচ্ছে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। জামিনের মামলার শুনানি না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে বাড়ি ফিরে বাকি তিন রাজনীতিবিদও গৃহবন্দি। তার আগেই চার নেতার বাড়ির বাইরে সিসি ক্যামেরা বসানোর প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)।
গত ১৭ মে নারদা স্টিং অপারেশন মামলায় অভিযুক্ত ওই চার হেভিওয়েট নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতার চারজন হলেন, রাজ্যটির পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখার্জি, রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল কংগ্রেস বিধায়ক ও সাবেক পরিবহন মন্ত্রী মদন মিত্র এবং কলকাতার সাবেক মেয়র ও রাজ্যের আরেক সাবেক মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।