নিজস্ব প্রতিনিধি – ভারতের পূর্বাঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতের কারণে ক্রমান্বয়ে বন্যার জল বেড়েই চলছে। এক সপ্তাহ যাবত আবিরাম বৃষ্টির কারনে ব্রহ্মপুত্র সহ আন্যান্য নদীর জল  বৃদ্ধি পেয়ে আসাম এবং বিহারে বন্যার সৃষ্টি হয়েছে। এ সকল স্থানে, জলের  উচ্চতা ২ মিটারের বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। আসামের হাজার হাজার মানুষ বন্যার কারণে সেখানে আটকে পড়েছে। আসাম সরকার জানিয়েছে, প্রায় ৪ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছে। ৬০ বছর বয়সী আনোয়ারা খাতুন এএফপি নিউজকে ফোনালাপে বলেন, ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী ঘাসবাড়ি রাজ্যের মরিগাঁও জেলায় নিজ বাড়িতে তিনি এবং তার পরিবার ক্রমবর্ধমান বন্যার কারণে প্রায় এক সপ্তাহ আটকে ছিলেন। তিনি আরও বলেন, আমাদের মতো আরো অনেকেই সেখানে আটকে ছিলেন। স্বাস্থ্যকর এবং পর্যাপ্ত পরিমাণ খাদ্যের সরবরাহ না থাকায় আমদের এক বেলা খাবার খেয়ে কাটাতে হয়েছে। সরকার সর্বাধিক ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে উদ্ধার কাজ পরিচালনা করতে নৌকা প্রেরণ করেছেন। প্রায় ১২ হাজার মানুষ এখনো আশ্রয় শিবিরে রয়েছে।

Loading