নিজস্ব প্রতিনিধি – ভবানীপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। এবছর শোভনদেববাবু ভবানীপুর বিধানসভা আসন থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হন। তিনি বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে বিপুল ভোটে পরাজিত করেন। তৃণমূল সূত্রের খবর, দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর আসন থেকে লড়তে পারেন। অন্যদিকে, নিজের ইচ্ছা ও দলের নির্দেশেই ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন শোভনদেব।
এবার বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন। তবে নিজে হারলেও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা। কিন্তু তাঁকে আগামী ছয়মাসের মধ্যে অন্য কোনও আসন থেকে উপনির্বাচনে জিতে আসতে হবে। এমন পরিস্থিতিতে শোভনদেব দলের সুপ্রিমোর জন্য ভবানীপুর আসনটি ছেড়ে দিলেন। রাজনৈতিকমহলের অনুমান, মুখ্যমন্ত্রী ভবানীপুর আসন থেকে উপনির্বাচনে লড়বেন।