শান্তি রায়চৌধুরী : মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শিশু ভর্তির সংখ্যা অব্যহত। গত ১৫ দিনে রোজ গড়ে ৩৫-৪০টি শিশু ভর্তি হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ওষুধের চাহিদা বাড়লেও মেদিনীপুর শহরে ওষুধের সংকট চরমে। অ্যান্টিবায়োটিক থেকে ইনহেলার এমনকি শিশুদের সিরাপ পর্যন্ত অমিল। আর এনিয়ে রীতিমতো উদ্বেগে চিকিৎসক মহল থেকে শিশুর পরিজনরা।

মেডিক্যাল কলেজের এক শিশু বিশেষজ্ঞ জানান, ওষুধের সংকট হওয়ায় বহু ক্ষেত্রেই শিশুদের সুস্থ হতে অনেকটা সময় লাগছে। শীঘ্রই এই সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছেন তিনি। চিকিৎসকের আরও দাবি, আরটিপিসিআর ও অ্যান্টিজেন টেস্টে শিশুদের শরীরে করোনা ধরা না পড়লেও অনেক ক্ষেত্রে রক্ত পরীক্ষায় করোনার উপসর্গ পাওয়া যাচ্ছে। চিকিৎসার পরিভাষায় একে বলে ‘মাল্টিসিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম অফ চিল্ড্রেন’।

বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের এক সদস্যের দাবি, পুজোর মরশুমে ওষুধের প্রোডাকশন ও সাপ্লাই কম থাকার কারণেই এই সংকট তৈরি হয়েছে। খুব তাড়াতাড়ি এই সংকট কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Loading