সাফল্য

 

কলমে: অর্কপ্রভ ভদ্র

চতুর্থ শ্রেণী

কোতুলপুর, বাঁকুড়া

 

সাফল্য চাইলেই পাওয়া যায়না..

অর্জন করতে হয়।

সাফল্য কষ্ট করে পেতে হয়…

গড়িমসি করে নয়।

সাফল্যের জন্য মন বল চাই…

যতই কঠিক হোক,

আগের থেকে ভাববেনা,

সাফল্য একদিনে পাবেনা…

ধৈর্য্য ধরতে হবে, একদিন ঠিক পাবে।

দশ জনের মধ্যে তুমি ভয় পাবে না…

 মনে সাহস রাখ ঠিক সফল্য পাবে।

 আমরা ভগবানের অংশ…

আমরা মা চাইবো তাই পাব,

 তবে ধৈর্য্য, মন বল, ক্ষমতা, সাহস,

 কষ্ট করলেই তুমি যা চাইবে তাই পাবে…

সাফল্যও পাবে।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading