কবিতা – শোনো কান পেতে ?
কলমে – অসীম মুখার্জী
শোনো কান পেতে,আজ চারিদিকে
শুধু কান্নার রোল হাহাকার উৎসব !
রক্ত নেশায় মাতিয়া যে হায়,
করে খুনোখুনি বিপ্লব !!
একদিকে চলে কান্নার রোল
ক্ষুধা যন্ত্রণা পেটে নিয়ে !
কেহ কি রেখেছ খোঁজ তাহাদের ?
দিয়েছ আহার গিয়ে ??
ক্ষুধা নিয়ে চলে রাজনীতি আজ,
লক্ষ্য শুধু ই ভোট !
প্রতিশ্রুতির বন্যা বইয়ে,
দিয়েছো ভিক্ষা নোট !!
ভোট ফুরোলো পাড়া জুড়ালো,
এখন আবার কি ?
পাঁচটি বছর নিশ্চিন্তে থাকিয়া,
আবার দেখাবে মুখশ্রী !!
একদিকে চলে রক্তের হোলি,
প্রিয়জন হারানোর শোক !
“মর্মাহত” যাত্রা পালাটি ,
বোকাবাক্সে দেখিবে লোক !!