কবিতা – সিজোফ্রেনিয়া
কলমে – কৃষ্ণকলি বেরা
ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ, ৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া
কলকাতা -৭০০০৮৪, থানা -নরেন্দ্রপুর
……………………..
মনের বাতাসে এখন হতাশার গন্ধ,
হারিয়ে যাচ্ছে সব কবিতার ছন্দ,
কালো ধোঁয়াসার আড়ালে
আবছায়া
ভেসে বেড়াচ্ছে তাতে অপার্থিব কায়া।
মানসিক ভারসাম্য খোঁজে
পার্থিব সাম্য
বেঁচে থাকবার তাগিদে ঠিক যতটুকু কাম্য,
নিজে নিজেই হৃদয় হয়ে যায় কাঠ
দিবা স্বপ্নে চষে পতিত জমিমাঠ।
আজ কারা যেন আগুন লাগায় চিন্তার চিতায়
পুড়ে খাক তাই যত ভাবনায়,
তাল মিলাতে গিয়ে সব ওলোটপালোট
পাগলাটে জীবনে শেষ তাই
শব্দবুনোট।
রক্তের দোষ নাকি সামাজিক ব্যাধি,
চুলচেরা বিচার চলে কাঠগোড়ায় নিরবধি,
পাগলা গারদ তাই আলো হাতড়ায়
সময়ের কালপুরুষ ভবিতব্যের গায়।