ধূসর গোধূলি বেলা

✍️ – কলমে: তৃপ্তি সুধা মণ্ডল

Sir Ramesh Mitra road, Vill-  Kadihati,

Post – Ganti, Dist – North 24 Parganas

 

থাক না কিছু কথা

ব্যথার অন্তরালে,

এই চাঁদ

এই রাত

দূরে ঝিঁ ঝিঁ পোকার ডাক,

বড় মায়াবী,

ব্যথাকে সরিয়ে রেখে এসো না

আবার ভালোবাসার কথা বলি,

সেই কবে ঘ্রাণ নিয়েছিলাম

ভিজে কদম ফুলের

তার পর কেটে গেছে কত কত বছর,।

সে গন্ধের অনুভূতিটুকু আজ আর নেই,।

সব এক দিন ফুরিয়ে যায়-

বড় ব্যথা-

 চেয়েছিলাম ধরে রাখতে গন্ধ টুকু

পারলাম না!

সবাই সব কিছু পারে না।

কখনো কখনো অভিমান ভীষণ বাধা হয়ে দাঁড়ায়,

আত্মসম্মান বোধ,

ভিতরে ভিতরে বড় কুরে কুরে খায়।

ভাবি একটা তো জীবন

শেষ হলে শেষ হোক

তাই আত্মসম্মান হারিয়ে কিছু পেতে চাই না,।

কি আছে ভালোবাসায় বলতে পারো ?

এর ব্যাখ্যা করা যায় না,

আছে শান্তি

যদি সে ভালোবাসা হয়।

কোন ছলনার মধ্যে শান্তি পাওয়া যায় না।

যদি বন্ধু হও

তবে,

এসো আর এক বার জীবন কে চিনি।

মুকুলের ঘ্রাণ নিই আর এক বার,

ভিজে কদম ফুল আছে আমার আঁচলে

দিতে পারি তোমায়

যদি ভালোবাসো।

Loading