শান্তি রায়চৌধুরী: আজ বৃহস্পতিবার থেকে আবার খুলে দেয়া হলো কালীঘাটের মায়ের মন্দিরের গর্ভগৃহ। তবে সংক্রমণ কমতেই বিধি-মেনে সকাল-সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে।
করোনার কারণে দর্শনার্থীদের প্রবেশের জন্য বন্ধ রাখা হয়েছিল মায়ের মন্দির। এই সময় শুধুমাত্র মায়ের পূজা-অর্চনা হচ্ছিল। এরপর রাজ্যে জারি হয় কড়া করোনাবিধি । কোভিড বৃদ্ধির কারণে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে গর্ভগৃহে দর্শকদের প্রবেশ বন্ধ রেখেছিল। বৃহস্পতিবার থেকে আবার কালীঘাটে মায়ের মন্দিরের গর্ভগৃহে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল।