শান্তি রায়চৌধুরী: বুধবার গভীর রাতে বিস্ফোরণে কেঁপে উঠল ঝাড়খন্ডের গিরিডি। ধানবাদ গয়া শাখার রেললাইনে বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে রেল ট্রাকটির ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন। ফলে একাধিক ট্রেনের রুট বদলে দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে মাওবাদী পোস্টারও মিলেছে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে।

বিস্ফোরণটি ঘটেছে, ধানবাদ ডিভিশনের কারামাবাদ ও চিচাকি স্টেশনের মাঝামাঝি।   ইতিমধ্যে তা মেরামতের কাজ শুরু হয়েছে। কিন্তু কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

রেল পুলিশের প্রাথমিক অনুমান, মাওবাদীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে মাওবাদীদের একাধিক পোস্টার মিলেছে। এ বিষয়ে বড় নাশকতার ছকও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 14 total views,  2 views today