শান্তি রায়চৌধুরী: আগ্রায় ঐতিহাসিক তাজমহলের ভিতরে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) কর্মীরা জোর করে হনুমান চালিসা পাঠ করার মধ্যদিয়ে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করেছে। পুলিশ এ সময়ে তাদেরকে থামিয়ে দিয়ে হেফাজতে নেয়।

 কর্ণাটকে হিজাব ইস্যুকে কেন্দ্র করে বিশ্ব হিন্দু পরিষদ ওই কর্মসূচির আয়োজন করেছিল। সমস্ত বিক্ষোভকারীকে হরিপর্বত থানায় নিয়ে যাওয়ার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়।

সদর সার্কেল কর্মকর্তা রাজীব কুমার বলেন, তাদের স্মারকলিপি নেওয়া হয়েছে এবং এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তাদের জানানো হয়েছে যে বিষয়টি একটি নির্দিষ্ট রাজ্যের সাথে সম্পর্কিত।

 48 total views,  2 views today