শান্তি রায়চৌধুরী: বৃহস্পতিবারের তুলনায় দেশে সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩০ হাজার ৭৫৭ জনের শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। একদিনে মৃত্যু হয়েছে ৫৩৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন মোট ৬৭ হাজার ৫৩৮ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ৯১৮। পজিটিভিটি রেট ২.৬১ শতাংশ।

 46 total views,  2 views today