নিজস্ব প্রতিনিধি: চলতি মাসেই ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। রাজ্যগুলো হলো-গোয়া, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং মণিপুর। এরই মধ্যে কয়েক দফার ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটে জয় পেতে চেষ্টার কমতি রাখছে না দলগুলো।
বুধবার শিখদের দলিত ধর্মগুরু রবিদাসের জন্মদিন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির করোলবাগে বিশ্রামধাম মন্দিরে শিখ ধর্মাবলম্বীদের সঙ্গে খঞ্জনি বাজিয়ে কীর্তনে মেতে ওঠেন। আর কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদরা উত্তর প্রদেশের বেনারসে গুরুদোয়ারার লঙ্গরের খাবার ভক্তদের মাঝে বিতরণ করেন। ভোটের আগে এটিকে শিখদের মন জয় করার অংশ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামী রোববার কংগ্রেস শাসিত পাঞ্জাব বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। ভারতের নির্বাচন কমিশন প্রথমে পাঞ্জাবে ১৪ ফেব্রুয়ারিই ভোটের দিন ধার্য করেছিল। কিন্তু রবিদাস জয়ন্তীর কথা মাথায় রেখেই ভোটের দিন পিছিয়ে ২০ ফেব্রুয়ারি করা হয়।
বিভিন্ন জরিপে বলা হয়েছে, পাঞ্জাবে বিজেপির কোনো সম্ভাবনা নেই। লড়াই হচ্ছে কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির। মোদি কটাক্ষ করে বলেছেন, কংগ্রেস যদি অরিজিনাল হয় আম আদমি পার্টি হচ্ছে তার ফটোকপি।
কংগ্রেসের তরফে পাল্টা হাতিয়ার করা হয়েছে হিজাব বিতর্ককে। শিখ ধর্মাবলম্বীরা মাথায় পাগড়ি পরেন। এটা মাথায় রেখে প্রিয়াঙ্কা এদিন কটাক্ষ করে বলেন, হিজাবের পর এবার তাহলে পাগড়িও খোলা হবে।