নিজস্ব প্রতিনিধি – আমরা আমন্ত্রণ জানালেই করোনার তৃতীয় ঢেউ আসবে: মোদি ভারতের জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোতে বেশ কিছুদিন ধরেই করোনাবিধি উপেক্ষা করতে দেখা যাচ্ছে পর্যটকদের। সামাজিক দূরত্ব বজায় রাখার বদলে বাড়ছে ভ্রমণপিপাসুদের ভিড়। এ নিয়ে উদ্বেগের মধ্যেই মঙ্গলবার দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আমরা আমন্ত্রণ জানালেই করোনার তৃতীয় ঢেউ আসবে।’নরেন্দ্র মোদি বলেন, ‘এটা সত্যি যে ব্যবসা ও পর্যটন শিল্প এই কোভিড আবহে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমি আজকে জোর দিয়ে বলতে চাই, যেভাবে দেখছি মানুষ পর্যটনকেন্দ্রে ভিড় জমাচ্ছে, মার্কেটে মাস্ক ছাড়া ঘুরে বেরাচ্ছে, সেটি ঠিক নয়।’ তিনি বলেন, করোনা নিয়ে মানুষের মনে এখনও ভয় থাকা উচিত। এখন মজা করার সময় নয়। বিদ্যমান কোভিড পরিস্থিতির মধ্যেই শিমলা, মানালি, দার্জিলিংয়ের মতো পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়েছে ভ্রমণপিপাসুদের ভিড়। করোনা বিধি অমান্য করেই লকডাউন থেকে মুক্ত হওয়ার আনন্দ উপভোগ করছে মানুষ। আর এতে করোনা সংক্রমণ ফের বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতে সার্বিকভাবে করোনা পজিটিভিটির হার কমলেও রাজস্থান, কেরালা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের বেশ কয়েকটি জেলায় পজিটিভিটির হার এখনও ১০ শতাংশের বেশি। মোট ৬৬ জেলায় পজিটিভিটি রেট ১০ শতাংশ বা তার বেশি। এমন বাস্তবতায় পর্যটন কেন্দ্রগুলোতে মাস্কবিহীন ভ্রমণপিপাসুদের ভিড় উদ্বেগ বাড়িয়েছে কর্তৃপক্ষের।

Loading