শান্তি রায়চৌধুরী: ২৭ ফেব্রুয়ারি রাজ্যে ১০৮ পুরভোটের নির্বাচন। নির্বাচন কমিশন ফলাফলের দিনও ঘোষণা করে দিল। ২ মার্চ হবে ফলাফল ঘোষণা।

বুধবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রতিটি মিউনিসিপ্যালিটির রিটার্নিং অফিসারকে ইভিএম রাখার জন্য স্ট্রং রুমের ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রসঙ্গত, ১০৮ পুরসভার ভোটগ্রহণের তারিখ ঘোষণা হলেও গণনার কোনও তারিখ এতদিন ঘোষণা করা হয়নি। এদিন তা জানাল কমিশন।

 60 total views,  4 views today