শান্তি রায়চৌধুরী: করোনাকালে কোভিড হাসপাতালে নষ্ট সাড়ে ৮০০ রেমডেসিভির ইঞ্জেকশন। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের তরফে চিঠি দিয়ে জানানো হল স্বাস্থ্য দফতরকে। গতবছরের জুন মাসে পাঠানো হয় রেমডেসিভির ইঞ্জেকশন। জীবনদায়ী এই ওষুধের তিনমাসের মেয়াদ ফুরোয় গত সেপ্টেম্বরেই। এর সঙ্গে নষ্ট হয়েছে আরও তিনধরনের জীবনদায়ী ওষুধ। শম্ভুনাথ পণ্ডিত কোভিড হাসপাতালের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে স্বাস্থ্য দফতরকে।