নিজস্ব প্রতিনিধি- জম্মু আইআইটিতে করোনার থাবা। সূত্রের খবর, জম্মু আইআইটির অধ্যাপক, কর্মী ও পড়ুয়া মিলিয়ে মোট ১৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রামিতরা হোম আইসোলেশনে রয়েছেন। আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত অনলাইনে ক্লাস চলবে। অধ্যাপকরা বাড়ি থেকেই ক্লাস নেবেন। কয়েকদিনে জম্মু ও কাশ্মীরেও করোনায় সংক্রামিতের সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে ১ হাজার ১৪৮ জনের সংক্রমণ ধরা পড়েছে।

 18 total views,  2 views today