মানবতাবাদী লালন
কলমে: মানব মুখোপাধ্যায় ( কৃপাণ)
নদীয়া, ফোন নং -৮০০১৬৪৪২২৮
অবিভক্ত বাংলার যশোরের জঠরে অনাকাঙ্ক্ষিত ফকির
মন ও চেতনার স্বর্ণালী সৌন্দর্যে বিলীন হতে চেয়েছিল
হরিনাথ কাঙ্গালের অনুধাবন……. একি ফকির হতে পারে!
ঠাকুর পরিবার জেনেছিল তার নয়ন যুগলের রহস্য,,,,
নৌকা বিহারে অঙ্কিত ও মুদ্রণে স্বীকৃতি মিলেছিল বংশ ক্রমান্বয়ে,
১ শতকের জীবনে হাজারো গান পেয়েছিল সুরের জীবন- যৌবন।
জীবনের একতারাতে লজ্জিত জাত -ধর্ম- বর্ণ- সম্প্রদায় আর মানসিক জড়তা,
কেউ সাঁই.. কেউ শাহু.. কেউ বলে মহাত্মা.. তবুও লালন যে ফকির ।
ভালোবাসার কলঙ্ক মিলেমিশে দুর্বধ্য পবিত্র প্রেমের আঙিনায়,,,
স্বীকৃত যৌবনের তুচ্ছতায় ‘বেশ্যার দেওয়া ভাতে’ ধর্মের উঁকি–
“নরেন” যেন লালনের জাত যাওয়ার সুরের নায়ক!
মাঝি মল্লা আজও ভোলেনি; ভুলিনি তাঁর করুন সুর।
সুর ;আর্তনাদ হয়ে সাধু সন্নদের বাঁচার আদর্শ বহন করছে…
তবুও লালন শুধু মেলা প্রাঙ্গণে সংস্কৃতির পরিপূরক মাত্র?
প্রাত্যহিক জীবনে একটু ঠাঁই পাবে নাকি!
‘পাগল মন’ ‘উদাস বাউল’ মানবতাবাদী লালন’কে খোঁজ করে চলেছে অবিরত,,
এখনো শীতল বাতাস; স্নিগ্ধ দুপুর; গভীর অমাবস্যার নিঃসঙ্গ শ্মশান লালনে মত্ত।
ফকির হলেও ‘সম্রাট লালন’ আটশত সুরের সাম্রাজ্ঞী,
সুফিবাদের লেলীহান অগ্নিতপ্ত শিখার আড়ালে লালনের নাম শোনা যায়–
অমরত্ব পায় ‘মানবধর্ম’ , লালসাহীন হারানো সুরে ভেসে বেড়ায় লালনের ‘একমাত্র একতারা’।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-