নিজস্ব প্রতিনিধি – কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের রিপোর্টে দেখা যাচ্ছে, দেশে কাজের বাজারের অবস্থা যে ভাল নয়। গত সাত বছরে কর্মসংস্থান বেড়েছে মাত্র ৭১ লক্ষ। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ভূপেন্দ্র যাদব ওই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছেন। রিপোর্টে বলা হয়েছে, গত এপ্রিল-জুনে কৃষি ছাড়া, তথ্যপ্রযুক্তি, বাণিজ্য, পরিবহণের মতো ৯টি ক্ষেত্রে কর্মসংস্থান ছিল ৩ কোটি ৮ লক্ষ মানুষের।  ২০১৩-১৪ অর্থবর্ষের থেকে তা ২৯ শতাংশ বেশি। অর্থাত্‍, বছরে কর্মসংস্থান মাত্র ৪ শতাংশ বেড়েছে। ৭ বছরে কর্মসংস্থান বেড়েছে মাত্র ৭১ লক্ষ। ২০১৪-য় ক্ষমতায় আসার আগে বছরে ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি।  কাজের বাজারের এই পরিসংখ্যান সেই প্রতিশ্রুতির তুলনায় অনেকটাই কম।

রিপোর্টে দেখা যাচ্ছে, বাণিজ্যে কর্মসংস্থান হ্রাস পেয়েছে ২৫ শতাংশ। হোটেল ও রেস্তরাঁ ব্যবসায় ১৩ শতাংশ কমেছে কর্মসংস্থান। তবে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ১৫২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে।  স্বাস্থ্য ক্ষেত্রেও কর্মসংস্থান বেড়েছে ৭৭ শতাংশ।

Loading