আমি কে ?

 

সুমা আইচ হাজরা

 

বেলাশেষের দীর্ঘ ছায়া মেখে স্তিমিত কণ্ঠস্বরে যদি প্রশ্ন করি কে আমি?

মনের অবচেতনে তখন ঝড় ওঠে, নিজের ছায়া কে শেষ ছোঁয়ার দীর্ঘশ্বাসে—

যদিও মুহূর্তের গাঢ় কালো মেঘমালা ঢেকে দেয় আমার অস্পষ্ট কথাকে…

তবুও নিস্তার পাই নি আয়নার সামনে দাঁড়িয়ে, কী ভীষণ ব্যাকুল প্রতীক্ষায়।

নিজের সঙ্গে কতকাল বসবাস করেছি অথচ নিজেকে চিনেছি কই?

উপলব্ধির এই নিদারুণ মায়াবী খেলায় নিজের সত্তা কেই রেখেছি গোপন!

স্মৃতির মায়াজাল ফেলি, আবার গুটিয়ে নিই, নিদ্রায় কুয়াশায় হারাই বারবার,

আলতো হাতে ছুঁতে চাই তোমাকে, অসহায় অস্থিরতায় দমবন্ধ করে

ঠিক তখনই মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়, অন্ধকার গিলে খেতে চায়—

আলো জ্বেলে চিৎকার করে বলি বলতে পারোওও —”কে আমি।”

স্তম্ভিত হয়ে বসে পড়ি হাহাকারময় একাকিত্বের বিষণ্ণ উপলব্ধি তে

কোথায় যেতে চাই, গন্তব্যের হদিস না জানা এক আকুল ব্যর্থতায়।

অথচ কী আশ্চর্য আমি রোজ বেঁচে থাকি, আত্মশ্লাঘা নিয়ে চির তিমিরে…

যেখানে কৃষ্ণপক্ষ গিলে খায় আমাদের জাঁহাবাজ সন্ত্রাসে নিত্যদিন

তবুও আমি আধো জাগরণে ঘুমের আংশিক এলাকায় নিজেকে খুঁজে বেড়াই।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading