।।ভোর হলে রোদ্দুর আসে ।।

রচনা – সুমিতা পয়ড়্যা

কল্যাণী, নদীয়া।

 

অবসাদ এসে বলেছিল, রোদ্দুর এলো নাকি!

তাহলে একটু হাসব।

ভোর হলে তো রোদ্দুর আসে

মনের কত কথা স্মৃতির মেদুরে রাশ টানে ,

চিলেকোঠার ছাদে পালকের গান

পেখম তুলে ময়ূরের নৃত্যে কতই না তান।

একাকিত্বের ডানাগুলো ঝাপটায়

অন্তর জানে কি নিদারুণ অবসাদ

অত কথা লেখা হলো কালো অক্ষরে

অবসাদ শুধু তা পাশ ফিরে দেখে।

হিসাব মেলাতে গিয়ে দেখে সেই শূন্যটাকে

দূর দিগন্তরেখা বিহ্বল হয়ে ওঠে

নদী এসে বলে, অশ্রু সাগরে ভাসাও

নীল আকাশ, সাদা মেঘে বৃষ্টি লুকাও

চিন্তারা বিচ্ছুরিত হয় মনের কোনায় কোনায়

সময় বয়ে যায় বসন্তের মোহনায়;

উপলব্ধিতে যন্ত্রনা জীবনের পাতায় পাতায়

অবসাদ গুলো নিরবে নিভৃতে স্মৃতির পসরা সাজায়।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading