শান্তি রায়চৌধুরী: পশ্চিমী ঝঞ্ঝা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই বঙ্গে বইতে শুরু করেছে প্রবল উত্তরে হাওয়া। এর ফলে বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত। গত দু’দিনে ৫ ডিগ্রি নামল পারদ। আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে,
আগামী ২৪ ঘণ্টায় পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে। ফলে বজায় থাকবে শীতের তীব্রতা থাকবে। তবে শীতের তীব্রতা কমবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, বাড়বে তাপমাত্রা।
এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে,পশ্চিমী ঝঞ্ঝার কারণে সরস্বতী পুজো বৃষ্টিতে বিঘ্ন হতে পারে।