নিজস্ব প্রতিনিধি – শুধু তাই নয়, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, বর্ষীয়ান টাটা গ্রুপের নীতি নির্ধারণী পর্যায়েও আসতে পারে বড় ধরনের পরিবর্তন। প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) মাধ্যমে পরিচালিত হবে কোম্পানিটি এবং সিইওকে তত্ত্বাবধান করবেন চেয়ারম্যান নিজেই।
টাটা সনস লিমিটেড, ভারতের সর্ববৃহৎ বহুজাতিক এ কোম্পানিটি তাদের নেতৃত্বেও পরিবর্তন আনছে বলে জানিয়েছে কোম্পানির সঙ্গে জড়িত ব্যক্তিরা। কর্পোরেট বিভাগকে আরো শক্তিশালী করতে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আরো জানিয়েছে,টাটা ট্রাস্টের প্রধান ও অশীতিপর চেয়ারম্যান রতন টাটাও এ পরিবর্তন বাস্তবায়নের ব্যাপারে তার অনুমোদন দিয়েছেন।
বর্তমানে টাটা সন্সএর চেয়ারম্যানর দায়িত্ব পালন করছেন নাটারাজন চন্দ্রশেখারান। এ বছরের ফেব্রুয়ারিতে তার মেয়াদ শেষ হলেও মেয়াদ বর্ধিত করার পরিকল্পনা করা হয়েছে। টাটা গ্রুপের বিভিন্ন সহযোগি প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ শুন্য করা হয়েছে। নতুন সিইও নিয়োগের জন্যই এ শুন্যপদের সৃষ্টি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। যেকেনো সময়ে সিদ্ধান্ত ও পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সাংবাদিকরা টাটা গ্রুপের একজন মুখপাত্রের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। টাটা ট্রাস্ট এবং রতন টাটাকে ইমেইল পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
টাটা সন্সএর সাবেক চেয়ারম্যান ও টাটা ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান ৮৩ বছর বয়সী রতন টাটার উত্তরাধিকারী কে হবেন এ বিষয়টি এখনো পরিস্কার নয়। তবে খুব শীঘ্রই যে ক্ষমতার রদবদল হবে তা বোঝা যাচ্ছে। কংলোমেরেট এ প্রতিষ্ঠারটির ভবিষ্যতের কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুই দশকেরও বেশি সময় ধরে ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত টাটা গ্রুপকে নেতৃত্ব দিয়ে আসছেন রতন টাটা। বর্তমানে কোম্পানিটির ৬৬ শতাংশ মালিকানা রয়েছে তার হাতে।