নিজস্ব প্রতিনিধি – কলেজ খোলার দাবিতে রবিবার এসএফআই সহ কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন দক্ষিণ ২৪ পরগনার নবগঠিত বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত সোনারপুর স্টেশন থেকে হরিনাভি পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সোনারপুর রেল স্টেশন থেকে শুরু হয়ে কিছুটা এগোতেই ঝাঁপিয়ে পড়ে একদল দুষ্কৃতী। মিছিলকারীরা জানান, প্রশাসনের অনুমতি নিয়েই মিছিলের আয়োজন হয়েছিল। কিন্তু স্থানীয় তৃণমূল কর্মীরা মিছিলের উপর আক্রমণ চালায়। ঘটনায় মহিলা সহ সাতজন মিছিলকারী গুরুতর আহত হন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিকে এদিনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। অবশেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Loading