শান্তি রায়চৌধুরী: আগামী ২২ শে জানুয়ারি রাজ্যের ৪ পুরসভায় নির্বাচনের কথা ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তা নিয়ে ব্যাপক বিতর্ক দেখা গেছে। করোনা পরিস্থিতিতে আগামী ২২ শে জানুয়ারি পুরসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে।

আর এবার হাইকোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব রাখা হয়েছে, ভোট যদি কিছুদিনের জন্য স্থগিত রাখা যায়, তবে সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যেই জানাতে হবে। অন্যদিকে জানা গিয়েছে, আগামী শনিবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন।  এরপরে যাবতীয় তথ্য আদালতে বিস্তারিতভাবে কমিশন জানাবে। অর্থাৎ ২২ শে জানুয়ারি ৪ পুরনিগমের ভোট হচ্ছে কিনা তা আগামী শনিবার পরিষ্কার হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য,আগামী পুরভোট হওয়া নিয়ে এখনো যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।

Loading