নিজস্ব প্রতিনিধি – মুজফ্ফরনগরের মহাপঞ্চায়েত থেকেই রবিবার কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন আরও জোরদার করার শপথ গ্রহণ করলেন কৃষক নেতারা। কৃষকদের ব্যপক সমাবেশ থেকে উচ্ছ্বসিত কৃষক নেতা রাকেশ টিকায়েত। তিনি বলেন, “যদি সরকার কিছু বুঝে থাকে, তাহলে ভালো। সারাদেশে এরকম সমাবেশ করা হবে। দেশকে বিক্রির হাত থেকে বাঁচাতে হবে। কৃষক, শ্রমিক, যুবদের বাঁচতে দিতে হবে।” কৃষক নেতাদের তরফ থেকে ঘোষণা করা হয়,আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যূত করতে উত্তরপ্রদেশের সমস্ত জেলাতেই এই ধরণের সমাবেশ করা হবে বলে ঘোষণা করা হবে। ইতিমধ্যেই ২৭ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। কৃষকদের মহাপঞ্চায়েতে সমর্থন করেছে কংগ্রেস, সিপিএম।

Loading