নিজস্ব প্রতিনিধি – আফগানদের জীবনযাত্রাও অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু কাবুল বিমানবন্দরের হুড়োহুড়ি, ভিড়সহ অরাজক পরিস্থিতি যেন আগের অবস্থাতেই রয়েছে। বিমানবন্দর ও এর আশপাশে এলাকায় খাবারের দাম এখন আকাশচুম্বী। এক প্লেট ভাত বিক্রি হচ্ছে সাড়ে আট হাজার টাকায়। আর এক বোতল জলের দাম সাড়ে তিন হাজার টাকা। দাম আকাশচুম্বী হলেও ক্ষুধা মেটাতে বাধ্য হয়েই তা কিনতে হচ্ছে মানুষকে। দেশ ছাড়তে মরিয়া হাজার হাজার আফগান এই মুহূর্তে ভিড় করছে কাবুল বিমানবন্দরে। এ কারণেই এই এলাকায় নজিরবিহীন ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিমানবন্দরের চারদিকে কেবলই আশাহীন মানুষের ছোটাছুটি। রোদ-গরমে ক্লান্ত, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষ রয়েছেন বিরামহীন অপেক্ষায়। মানুষের আস্থা-ভরসাও ভেঙে পড়তে শুরু করেছে। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন অনেকেই। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, কাবুল বিমানবন্দরের আশপাশে এক বোতল জল বিক্রি হচ্ছে ৪০ মার্কিন ডলারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ হাজার টাকা। এ ছাড়া এক প্লেট ভাতের মূল্যও চাওয়া হচ্ছে ১০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৮ হাজার টাকারও বেশি। খাবার ও জলের উচ্চ মূল্যে কার্যত দিশেহারা বিমানবন্দরে অপেক্ষারত মানুষেরা।